বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeআইন ও আদালতসহকারী অ্যাটর্নি জেনারেল মারুফা আক্তারকে অব্যাহতি

সহকারী অ্যাটর্নি জেনারেল মারুফা আক্তারকে অব্যাহতি

সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফা আকতারকে অসদাচরণের অভিযোগে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার।

মঙ্গলবার(৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আক্তারকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ১৯-১০-২০১৭ তারিখে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিল করে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, মারুফা তার পদবি ব্যবহার করে সেনাবাহিনী প্রধানের স্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেখা করেছেন, যা একটি ‘ঘোর অসদাচরণ।’ তাই মারুফাকে সহকারী অ্যাটর্নি জেনারেলের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযুক্ত মারুফা আক্তার বলেন, আমি সেনা বাহিনীর প্রধানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। কিন্তু ওনার আমার সাক্ষাৎ হয়নি। আমি ব্যক্তিগত আগ্রহ থেকে ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। এখানে কোনো অসৎ উদ্দেশ্যে ছিল না।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ