বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠানোর প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (৩১ মার্চ) বেলা তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে শামসুজ্জামানকে দ্রুততম সময়ের মধ্যে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে পৌনে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তাঁরা।

এর আগে বেলা পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা শামসুজ্জামানের মুক্তির দাবি জানিয়ে ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো, করতে হবে’, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’—এসব স্লোগান দেন।

অবরোধের সময় মহাসড়কে দাঁড়িয়ে ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ‘শামস ভাই দিনমজুরের বরাতে যে কথা লিখেছেন, তা এ দেশের কোটি কোটি মানুষের মনের কথা। সত্য বললে তাঁর গলা টিপে ধরার রাজনীতি বন্ধ করতে হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মুখ চেপে ধরার সাহস করলে আবার একটি গণ–অভ্যুত্থান দেখবে এই দেশ। অনতিবিলম্বে শামস ভাইয়ের (শামসুজ্জামান) নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁকে তাঁর মায়ের নিকট ফিরিয়ে দিতে হবে। তা না হলে জাহাঙ্গীরনগরের এই আন্দোলনের স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে যাবে।’

এ সময় আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সহসভাপতি সুমাইয়া ফেরদৌস, ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায়, সাংস্কৃতিক জোটের সহসাধারণ সম্পাদক প্রাপ্তি দে তাপসী প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার ভোর চারটার দিকে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়া প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে। তুলে নেওয়ার পৌনে দুই ঘণ্টা আগে রাজধানীর তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা হয়। এ মামলার বাদী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ মো. গোলাম কিবরিয়া। যদিও মামলার বিষয়টি জানা যায় বুধবার দুপুরের দিকে। তবে গতকাল তাঁকে কারাগারে পাঠানো হয় রমনা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা নতুন আরেকটি মামলায়। এ মামলা হয় তাঁকে তুলে নেওয়ার ১৯ ঘণ্টা পর বুধবার মধ্যরাতে।

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চালানোর ক্ষমতা থাকবে না—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা আওয়ামি লীগের বিরুদ্ধে তাদের গণহত্যা...

দেশের সব মিডিয়া নিয়ন্ত্রণ করে জাস্ট একটা আওয়ামী পরিবার: শাফকাত রাব্বি

বর্তমান বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। দেশের মিডিয়া এক বিশাল নিয়ন্ত্রণে রয়েছে, এবং এই নিয়ন্ত্রণ কেবল সরকারের সঙ্গেই সম্পর্কিত নয়, বরং...

দিল্লির ভোট: কেজরিওয়ালের হ্যাটট্রিক বনাম বিজেপির ফিরে আসার লড়াই

ভারতের রাজধানী দিল্লির বিধানসভার নির্বাচন শুরু হয়েছে, যেখানে ৭০ আসনের জন্য ভোট হবে এক দিনেই। এই নির্বাচনে মূল লড়াই চলছে অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপির...

বাবার সম্পত্তি নিয়ে বিরোধ, মুখ খুললেন পপি

ঢালিউড অভিনেত্রী পপি সম্প্রতি তার বাবার জমি দখল করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এই ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)...

সম্পর্কিত নিউজ

আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চালানোর ক্ষমতা থাকবে না—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

দেশের সব মিডিয়া নিয়ন্ত্রণ করে জাস্ট একটা আওয়ামী পরিবার: শাফকাত রাব্বি

বর্তমান বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। দেশের মিডিয়া এক বিশাল নিয়ন্ত্রণে...

দিল্লির ভোট: কেজরিওয়ালের হ্যাটট্রিক বনাম বিজেপির ফিরে আসার লড়াই

ভারতের রাজধানী দিল্লির বিধানসভার নির্বাচন শুরু হয়েছে, যেখানে ৭০ আসনের জন্য ভোট হবে এক...