29 C
Dhaka
Saturday, July 27, 2024

সাকিব যুগের অবসান, তিন ফরম্যাটে অধিনায়ক শান্ত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব থেকে তিন ফরম্যাটেই বাদ পরেছেন সাকিব আল হাসান। তার জায়গায় তিন ফরম্যাটে অধিনায়ক হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন জাতীয় দলের তরুণ নাজমুল হোসেন শান্তকে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

অন্তত এক বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত।

সাকিব আল হাসান ২০০৯ সালে প্রথমবার বাংলাদেশের নেতৃত্ব পেয়েছিলেন। এরপর ধাপে ধাপে তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক হন তিনি। গত বছরের ১১ আগস্ট তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয় সাকিবকে।

বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতায় সাকিবের অধিনায়কত্ব নিয়ে উঠেছিল বেশ কিছু প্রশ্ন। এরপর ইনজুরির কারণে বেশ কয়েক মাস ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব।

এর মাঝে আভাসও দিয়েছিলেন, আর দলকে নেতৃত্ব দিতে ইচ্ছুক নন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ফরম্যাটের দায়িত্বই ছাড়লেন সাকিব।

এদিকে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত সাকিবের অনুপস্থিতিতে বেশ কয়েকবার দলকে নেতৃত্ব দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে ও কিউইদের মাটিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। তিন ফরম্যাট মিলিয়ে মোট ১১ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত।

টেস্টে শান্তর অধীনে ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ, জিতেছে এক ম্যাচে। টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে এক জয় ও এক হার শান্তর, বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ ৩ আন্দোলনকারী, সারাদেশে নিহত ৬  

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ উত্তাল সমগ্র দেশ। এ আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় স্থানীয় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল...

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার(৫ জুলাই) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন...