শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪৮ দিনের রিমান্ড

১৮ জানুয়ারি, ২০২৫

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, নিউমার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানার ১৪ মামলায় ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (০৮ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এসব আদেশ দেন। এর আগে ১৮ দিন রিমান্ডে ছিলেন তিনি।

রাজধানীর বনানী থানার দুটি এবং কদমতলী থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে পৃথক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্রে আরও জানিয়েছে, যাত্রাবাড়ী থানায় করা ইমন গাজী নামে এক ব্যক্তি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড দেয়া হয় জুনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও ডা.দীপু মনি, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে। 

spot_img

সর্বশেষ

আরও সংবাদ