শিবলী রহমান শিপু: হত্যাচেষ্টা মামলার আসামী হিসেবে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২ টার দিকে আব্দুল আজিজকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু মামলার মূল নথিপ্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সময়ে জামিনের শুনানির জন্য দিন ধার্য করে আজিজকে কারাগারে পাঠানোর আদেশ দেন মো: ওবায়দুল হক রুমির আদালত।
আদালতের জি.আর.ও শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে মামলা করেন।
এ মামলায় গতকাল সোমবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর সদস্যরা। পরবর্তীতে আব্দুল আজিজকে আদালতে হাজির করে পুলিশ।