শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ঘন কুয়াশায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন এলাকায় যাত্রীবাহী বাসের সাথে পদ্মা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও বাসের আহত যাত্রীরা জানান, ভোর থেকেই প্রচন্ড কুয়াশায় অন্ধকার হয়ে আছি এই কারনে রেলক্রসিং এলাকায় কিছু দেখতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে ।
সদর থানার উপ-পরিদর্শক শাহীন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫ টার দিকে শহীদ এম মনসুর আলী স্টেশন সদানন্দপুর কড্ডার মোড় রেলক্রসিং পার হওয়ার সময় সিরাজগঞ্জগামী তাজ এক্সপ্রেস একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এসময় বাসের সুপার ভাইজার মারা যায় এবং অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়। আত্মদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।