28 C
Dhaka
Sunday, September 8, 2024

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে হত্যার দায়ে বখাটের ফাঁসির আদেশ

ডেস্ক রিপোর্ট:

শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুল ছাত্রীকে হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামের এক বখাটের মৃত্যদন্ড দিয়েছে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার আদেশও দেওয়া হয়।

বুধবার (১০ আগস্ট) সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শোলাকুড়া গ্রামের শ্রী পবিত্র সরকারের কন্যা পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিলো। স্কুলে যাওয়ার সময় শ্রী সঞ্চয় চন্দ্র সরকার প্রায়ই প্রেমের প্রস্তাব দিতো। পূজা সরকার তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সঞ্জয় সরকার ক্ষিপ্ত হয়ে ২০২১ সালের ৩ মে  পূর্ব পরিকল্পনা মতোবেক ধারালো ছুরি নিয়ে পুজার বাড়িতে প্রবেশ করে এবং পূজা সরকাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এসময় পূজা সরকারের চিৎকারে তার বাবা ও প্রতিবেশীরা এগিয়ে আসলে ছুরি হাতে দৌড়ে পালিয়ে যায় সঞ্জয় সরকার এবং হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় পুজা সরকার।
পরে পূজা সরকারের বাবা শ্রী পবিত্র সরকার বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ শ্রী সঞ্জয় চন্দ্র সরকারকে গ্রেফতার করে এবং  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। সাক্ষ্য গ্রহনে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানি  শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...