দিনাজপুর সদরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে মিনহাজুল ইসলাম মিনার (১৮) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাইনুর সীমান্তের ৩১৫ মেইন পিলার ও সাবপিলারের ৩১৪-৮ ভারতীয় হরিওলপুর তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মিনহাজুল খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে। বর্তমানে ওই বাংলাদেশি তরুণের মরদেহ বিএসএফ-এর হেফাজতে রয়েছে।
বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সরকার বলেন, বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে বিজিবির একটি সূত্র থেকে জানা যায়, নিহত মিনহাজুল চোরাকারবারি দলের সদস্য।
বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধীনে দাইনুর সীমান্ত এলাকায় সংঘটিত হত্যার ঘটনায় ২৯ ব্যাটালিয়নে একাধিকবার ফোন করা হলে সংযোগ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, খানপুরের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে মিনহাজ পেশায় রংমিস্ত্রী। তার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। মিনহাজের সঙ্গে আরও দুজন ছিল। তারা পালিয়ে গেলেও মিনহাজ বিএসএফের গুলিতে মারা যায় বলে ধারণা তাদের। খানপুরের দাইনুর সীমান্তের ভারতীয় অংশে মরদেহ পড়ে রয়েছে।