বিশ্বকাপ আসরে দারুণ সূচনা করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ২ গোলের জয় নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস টিকেনি বেশিক্ষণ। কারণ ম্যাচে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলের সুপারস্টার নেইমারের।
শুরুতেই চোটের কারণে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষেও খেলা হবে না তার। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়ায় ব্রাজিলের তারকা রীতিমতো হতাশ।
ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশে এক বার্তায় নেইমার জানান, আমি হলুদ জার্সি গায়ে যে গর্ব অনুভব করি, এটা ঠিক ভাষায় প্রকাশ করার মতো নয়। এই জার্সির প্রতি আমার অশেষ ও অগাধ ভালোবাসা। সৃষ্টিকর্তা যদি আবারো আমাকে পৃথিবীতে আসার সুযোগ দেন, আমি ব্রাজিলকেই বেছে নেব।
তাঁর ভাষ্য, আমার জীবনে কোনো কিছুই সহজে ধরা দেয়নি। কিছুই পাইনি আমি সহজে। স্বপ্ন তাড়া করতে হয়েছে। লক্ষ্যের পেছনে ছুটেছি। কখনো কারও ক্ষতি হোক আমি তা চাইনি। সাহায্য প্রার্থীদের কখনো ফিরিয়ে দিইনি।
তিনি বিশ্বাস করেন, ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছি এবং আবারো সেটি বিশ্বকাপে। হ্যাঁ, ইনজুরিতে ভুগছি আমি। ব্যাপারটি বেশ বিরক্তিকর। পীড়া দিচ্ছে।
তবে আমি নিশ্চিত, ফিরে আসার সুযোগ পাবই। সেরাটা দিয়ে আমার দেশ, সতীর্থ এবং নিজেকে সহায়তা করার চেষ্টা করব,জানালেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।