বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeসারাদেশসেনাসদস্য লাঞ্ছিত, ৩ আরএনবি সদস্য গ্রেপ্তার

সেনাসদস্য লাঞ্ছিত, ৩ আরএনবি সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যের দ্বারা এক সেনাসদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাইন হাছান রাকিব (২৩), রিটন চাকমা (২৪) ও মো. রবিউল ইসলাম।

শুক্রবার র‍্যাব-৭ দাবি করে, বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৮ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য ঢাকাগামী মেল ট্রেনের টিকেট ট্রেনের বগিতে উঠলে অভিযুক্তরা তার কাছ থেকে অতিরিক্ত ৩০০ টাকা দাবি করে। এটি অবৈধ বলে যখন তিনি টাকা দিতে অস্বীকার করেন, তখন অভিযুক্তরা গালাগাল শুরু করে। পরবর্তীতে তারা তাকে মারধর করে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে।

পুরো ঘটনাটি আব্বাস উদ্দিন নামের এক সাংবাদিক ভিডিও করেন এবং এই অবৈধ কাজের প্রতিবাদ জানান। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

র‍্যাব জানায়, অভিযুক্ত তিনজন অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ