- Advertisement -
বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টাল অনুযায়ী, সোমবার পর্যন্ত গত চার দিনে সৌদি আরবের মক্কায় আরও তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
নিহতরা হলেন-ঢাকার তপন খন্দকার (৬২), মাদারীপুরের লায়লা আক্তার (৫২) ও রংপুরের মো. খায়বার হোসেন (৫৫)।
পোর্টালে তথ্য অনুযায়ী, খায়বার হোসেন রবিবার এবং তপন ও লায়লা শুক্রবার মক্কায় মারা যান।
তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চলতি বছরের ১১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সৌদি আরবে চার নারীসহ ১২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
এ বছর প্রায় ৬০ হাজার ২৫৬ বাংলাদেশি হজ করবেন।
- Advertisement -