চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারে শাহজালাল শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বেলা ৪টায় নতুন এ আউটলেটটি উদ্বোধন করা হয়।
দুই সহোদর ব্যবসায়ী মাহবুবুল আলম এবং সাংবাদিক মাসুদ মান্নানের যৌথ অবদানে স্বপ্নের এই আউটলেটটি রহিমানগরে যাত্রা শুরু করে। তারা দুই ভাই রহিমানগরের বিশিষ্ট ব্যবসায়ী এ এম এলপিজির কর্ণধার হাজী আব্দুল মান্নানের সন্তান।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির রিজিউনাল হেড অব অপারেশন আব্দুল্লাহ আল মাহবুব। মো. রিয়াজ উদ্দীন, রেজিউনাল সেলস অব অপারেশন।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪০টি জেলায়। রহিমানগর স্বপ্ন আউটলেট টি আমাদের সেবার পরিসরকে আরও বিস্তৃত করবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্নতে নিয়মিত বাজার করবেন।
স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাসের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।
নতুন আউটলেটের ঠিকানা: রহিমানগর মেইন রোড শাহজালাল শপিং কমপ্লেক্স সংলগ্ন। রহিমানগর নতুন এই আউটলেটে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর:
০১৮৪৩-৩৯৯৩২৩