ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহতে অবস্থিত কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি, আল জাজিরা, রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স বলছে, হামলায় হামাসের একজন শীর্ষ নেতা নিহত হয়েছে।
পরবর্তী সময়ে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, হামলায় তাদের পলিটিক্যাল ব্যুরোর ডেপুটি প্রধান সালেহ আল-আরোরি নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি ড্রোন হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে।
ঘটনা বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসিকে তারা বলেছে, তারা বিদেশি মিডিয়ার প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করবে না।