বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
HomeUncategorized১১ বছরে ধরে পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: র‌্যাব

১১ বছরে ধরে পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: র‌্যাব

১১ বছর ধরে পালিয়ে থাকার খাগড়াছড়ির সাজাপ্রাপ্ত মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানার সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো.আব্দুল কাদের (২৭) দিঘীনালা উপজেলার বোয়ালখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

রবিবার র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ২৬ জানুয়ারি খাড়াছড়ি পার্বত্য জেলার মো.আব্দুল কাদেরকে তার হেফাজতে থাকা চার কেজি পাঁচ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। এরপর সাক্ষ্য প্রমানের শেষে  আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে একবছর সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস সশ্রম করাদণ্ডে দণ্ডিত করেন। উক্ত মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে দীর্ঘ ১১ বছর যাবৎ পলাতক থাকেন।

এদিকে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত চারিয়ে যায়। একপর্যায়ে র‌্যাব-৭ সদর থানার সবুজবাগ এলাকায় থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেপ্তার করা আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ