একটি জয় পেতে ১২ বছর পার! শেষবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয় এসেছিলো ২০১০ সালে। দক্ষিণ আফ্রিকার এমবোম্বেলা স্টেডিয়ামে সার্বিয়াকে হারিয়ে সেবারের বিশ্বকাপে শুভসূচনা করে সকারুজরা। এরপর ব্রাজিল আএ রাশিয়া দুই বিশ্বকাপে জয় পায়নি তারা। সেই গেরো কাটলো কাতারে। তিউনিসিয়াকে এশিয়ান অঞ্চল থেকে কোয়ালিফাই করা দেশটি হারালো ১-০ গোলে।
আফ্রিকান দেশটিকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। গত দুই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও কোনো ম্যাচ না জিতেই বিদায় নিতে হয়েছিল তাসমানপাড়ের দেশটিকে।
আল জানুব স্টেডিয়ামে ব্যাপক সমর্থন নিয়েই ম্যাচ শুরু করে তিউনিসিয়া। তবে প্রথম দিকে অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ফুটবলের সামনে খানিক বেগই পেতে হয়েছে তাদের।
আর ক্রমাগত আক্রমণের ফলটাও হাতেনাতে পায় অস্ট্রেলিয়া। ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ প্রান্ত থেকে ক্রেইগ গুডউইনের ক্রস তিউনিসিয়ার এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে আসে ডি-বক্সের দুই ডিফেন্ডারের মাঝে দাঁড়িয়ে থাকা মিচেল ডিউকের কাছে। বুদ্ধিমত্তার সঙ্গে মাথা ছুঁয়ে বলকে জালের ঠিকানা দেখিয়ে দেন জাপানিজ লিগে খেলা এই ফরোয়ার্ড।
শেষ অব্দি এই গোলেই নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার জয়। ম্যাচের শেষ দিকে অস্ট্রেলিয়া রক্ষণে বেশ চাপ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি তিউনিসিয়া।