- Advertisement -
দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ইভিএমের ভোটগ্রহণ করা হবে। প্রায় ৪ মাস আগে জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর এবার জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে সিদ্ধান্তে জানায় ইসি।
মঙ্গলবার(২৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
গত ২৭ এপ্রিল জেলা পরিষদের চেয়ারম্যানদের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর সরকার পরিষদ ভেঙে দিয়ে চেয়ারম্যানদের নিজ নিজ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
সারাদেশে ৬৪ জেলার মধ্যে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা ছাড়া ৬১টি জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর বলেও নিশ্চিত করেন তিনি।
- Advertisement -