ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস ২৪ বছরে প্রথম গান্ধী পরিবারের বাইরের কোনো সভাপতি পেয়েছে। বুধবার দলটি ৮০ বছর বয়সী মল্লিকার্জুন খাড়গেকে নির্বাচিত করেছে।
গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত খারগে তুলনামূলক তরুণ শশী থারুরকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। থারুর হচ্ছেন জাতিসংঘের প্রাক্তন কূটনীতিক।
দিল্লিতে সংবাদমাধ্যমকে দলটির একজন মুখপাত্র জানান, ‘সোমবার অনুষ্ঠিত দলের অভ্যন্তরীণ নির্বাচনে ৯ হাজারের বেশি ভোটের মধ্যে খড়গে প্রায় আট হাজার ভোট পেয়েছেন।’
শিগগিরই অন্তর্বর্তী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর কাছ থেকে দলের নেতৃত্বভার নিবেন খড়গে।।
স্থানীয় সময় দুপুর ২টায় ফল ঘোষণার পর সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধী খড়গেকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘কংগ্রেস সভাপতিই হচ্ছেন সর্বোচ্চ কর্তৃপক্ষ।’
আগের দিন থারুর দলের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ায় ‘অত্যন্ত গুরুতর অনিয়মের’ অভিযোগ করেন।
সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ সোমবার অনুষ্ঠিত হয়। সকল ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে এমন যোগ্য ৯ হাজার ৯১৫ জন কংগ্রেস প্রতিনিধির মধ্যে ৯৬ শতাংশ ভোট দিয়েছেন।
৮০ বছর বয়সী খাড়গের ৫০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে ৬৬ বছর বয়সী থারুর জাতিসংঘে প্রায় ৩০ বছর দায়িত্ব পালনের পর ২০০৯ সালে পুরানো এই দলটিতে যোগ দিয়েছেন।
ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে পিএইচডি সম্পন্ন করা থারুর ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন ভারতের কনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেসে পতন দেখা যায়৷ কংগ্রেস বর্তমানে ভারতের হাতেগোনা কয়েকটি রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পেরেছে।
প্রায়শই দলের খারাপ অবস্থার জন্য দায়ী করায় সোনিয়ার ছেলে রাহুল ২০২৪ সালের সাধারণ নির্বাচনের দৌড়ে দলের লাগাম হাতে নিতে অস্বীকার করেন।