back to top
25 C
Dhaka
Saturday, October 5, 2024

৪০তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪০ তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের ফল প্রকাশ করেছে। ৩ হাজার ৬৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের মার্চের শেষ দিকে ৪০তম বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তরা গত বছরের নভেম্বরে যোগ দিলেও নানা জটিলতায় এতদিন নন-ক্যাডার পদের ফল আটকে ছিল।

৪০তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও সুপারিশ করা সম্ভব হয়নি- এমন প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডার হিসেবে চাকরি করতে আগ্রহী, তাদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি।

প্রথম দফায় আবেদন শেষ হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) অথবা উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে নিয়োগে জটিলতা দেখা দিলে তা বাদ রেখে গত ৭ সেপ্টেম্বরের মধ্যে ফের আবেদন করতে বলে পিএসসি।

তখন মোট ৬ হাজার ২০০টি আবেদন পড়ে বলে জানায় পিএসসি।

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ