back to top
25 C
Dhaka
Saturday, October 5, 2024

৪১৯ যাত্রী নিয়ে সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট ছাড়লো

৪১৯ হজ যাত্রী নিয়ে সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে বিমানের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন। আগামী ৩০ জুন হজের দ্বিতীয় ফ্লাইট পরিচালনা করা হবে।

এর আগে গত ৫ জুন বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১০ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইট যাত্রা করে।

তখন বিমানের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধুমাত্র হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার প্রথম ফ্লাইট পরিচালনা করা হয়।

সম্পর্কিত খবর

আমাদের সাথে সংযুক্ত হোন

0FansLike
3,905FollowersFollow
0SubscribersSubscribe

সর্বশেষ