এডটেক প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’ সরকারি উদ্যোগে আবারও নিজেদের বিনিয়োগ ফিরে পেয়েছে। ভেঞ্চার ক্যাপিটাল কম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ৫ কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর করেছে। আগের আওয়ামী লীগ সরকার এটি বাতিল করেছিল।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেন, ‘চুক্তি অনুযায়ী স্টার্টআপ বাংলাদেশ ৫ কোটি টাকা দুই ধাপে ছাড় করবে। প্রথম ধাপে আড়াই কোটি টাকা ইতিমধ্যে ছাড় করা হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘টেন মিনিট স্কুলে বিনিয়োগের সিদ্ধান্ত কখনোই বাতিল হয়নি। বিশেষ পরিস্থিতিতে গত জুলাইয়ে এই বিনিয়োগ স্থগিত করা হয়েছিল।’
‘তবে এ ধরনের একটি সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগ না করার কোনো যৌক্তিক কারণ নেই। তাই আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে’, যোগ করেন ওই কর্মকর্তা।
আয়মান সাদিক ২০১৫ সালে টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামূলক কনটেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে আয়মান সাদিকের প্রকাশ্য সমর্থনের কারণে তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করেন।