কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা। অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো তালা দিয়েছে ক্যাম্পাস ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা উপাচার্যের অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত বৃহস্পতি ও শুক্রবার দিনের বিভিন্ন সময় ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামের আইডি থেকে অগ্রিম চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপাচার্যের একাধিক অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দুর্নীতিবাজ ও চোর আখ্যা দিয়ে রবিবার ডে লেবার ও ‘অস্থায়ী চাকরিজীবী পরিষদ’ উপাচার্যের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে। উপাচার্যের পদত্যাগের দাবিতে আজও তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেছে।
অডিওতে যার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনিই উপাচার্য কি না, সেটি নিশ্চিতভাবে যাচাই করা যায়নি। ইবি প্রশাসন এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
এ ঘটনায় আন্দোলনকারীরা বিশ্বাবিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। তাদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে।