31 C
Dhaka
Friday, September 20, 2024

অতিরিক্ত দামে নিম্নমানের খাবার হলে, বিপাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট:

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অনিয়ন্ত্রিতভাবে বেড়েই চলেছে খাবারের দাম৷ একবেলা খাবারের দাম এখন ৭০ টাকা৷ ছেলেদের দুই হলের খাবারের দাম লাগামহীন ও খাবার  খুবই নিম্নমানের হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হল দুটির আবাসিক শিক্ষার্থীরা৷

শুক্রবার (১৮ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু হলে মোরগ পোলাও এবং তেহারীর মূল্য হয় ৭০ টাকা। শেরে বাংলা হলে একই খাবারের দাম ৬৫ টাকা। তেহেরী ও মোরগ পোলাও ছাড়া অন্য কোন খাবার নেই৷ এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী রুস্তম আলী জানান, আজ হলে খাবার খেতে গিয়ে দেখি মোরগ পোলাও, তেহারী ছাড়া অন্য কোন আইটেম নাই, দাম ৭০৷ হলের ডাইনিংয়ে হঠাৎ এমন পরিস্থিতি দেখে শেরে বাংলা হলে যাই সেখানেও একই অবস্থা৷ তার মানে কি দাড়ায় যাদের টাকা আছে তারা হলে খাবে, যাদের নাই তারা বাইরে খাবে?

শেরে বাংলা হলের এক আবাসিক শিক্ষার্থী হাসিবুল হাসান বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হলে দুপুর রাত দুইবেলা মিলিয়ে খাবারের দাম ৫০ টাকা৷ অথচ বরিশাল বিশ্ববিদ্যালয়ে একবেলা খাবারের দামই ৭০ টাকা, ভাবা যায়? এর শেষ কোথায়? এখানে কি সব রাজার ছেলেরা পড়াশুনা করে৷

শিক্ষার্থীরা অভিযোগ করে আরও বলেন, অন্য কোনো মেনু না রাখাতে বাধ্য হয়ে এই তৈলাক্ত খাবার (মোরগ পোলাও,তেহারী) খেয়ে এসিডিটি সমস্যা হয়ে পেট ব্যথা, ডায়রিয়া হচ্ছে। বাধ্য হয়ে তাদের এসব খাবার বেশি দামে ক্রয় করে খেতে হচ্ছে৷ যা বিষ পান করার সামিল।

তারা বলেন, বিভিন্ন সময়ে খাবারে পোকা, মাছি, লোহা ইত্যাদি পাওয়া যায় এগুলো নিয়ে সংবাদ হলেও কর্তৃপক্ষ সেগুলোর জন্য কার্যকরী কোন পদক্ষেপ নিতে দেখা যায় নি৷

এ বিষয়ে হলের ডাইনিং এ পরিচালকদের সাথে কথা বলা হলে তারা জানায় দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় দাম কমানো সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে কথা বলতে হল প্রাধ্যক্ষদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি৷

খাবারে অনিয়ম নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহফুজুর রহমান বলেন, খাবারের দামের বিষয়টি আমার জানা নেই৷ এসব বিষয়ে দুটি হলের প্রাধ্যক্ষ আছে তারা ভালো বলতে পারবেন৷

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...