কাতার বিশ্বকাপ আসরে প্রতিটি ম্যাচেই ভিন্নরকমের স্বাদ পাচ্ছে দর্শকরা। ইরান-ওয়েলসের ম্যাচটিতে নব্বই মিনিট পার হলেও গোলের দেখা পায়নি কেউই৷ আক্রমণ পাল্টা আক্রমণ এবং বার থেকে বল ফিরে আসার সাথে অফসাইডের ফল ভুগে শূন্যই ছিলো ঝুঁড়ি। তবে অতিরিক্ত সময়ে ২ গোল করে জাদুই দেখিয়েছে ইরান।
৯৭ নব্বই মিনিট পর্যন্ত যেখানে স্কোর ছিলো ০-০ সেখানে ম্যাচ শেষের সমীকরণ– ইরান ২, ওয়েলস শূন্য৷ এই সমীকরণে ম্যাচ শেষের ফলে শেষ ষোলোয় খেলার আশা জিইয়ে রেখেছে এশিয়ার দেশ ইরান। সেইসাথে যুক্তরাষ্ট্রের সাথে পেনাল্টি থেকে কোনরকমে ম্যাচ ড্র করা গ্যারেথ বেলের ওয়েলস অনেকটাই বিদায়ের পথে।
আহমেদ আলী বিন স্টেডিয়ামের দুই দলের জন্যই খেলাটি ছিলো গুরুত্বপূর্ণ। তবে ইংল্যান্ডের সাথে ৬-২ গোলের লজ্জাজনক হার অনেকটাই ক্ষুব্ধ করেছিলো ইরানকে। তাই ওয়েলস সাথেই ঘুরে দাঁড়ালো অতিরিক্ত সময়ে।
তবে কাতার বিশ্বকাপ আসরে প্রথম লালকার্ড দেখলেন ওয়েলস গোলকিপার হেনেসি। ৮৬ মিনিট ধরে গোলবার রক্ষা করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। আক্রমণে ছুটে আসা ইরানের তারেমিকে থামাতে গিয়ে পা তুলে দেন এই ইরান ফরোয়ার্ডের গায়ের উপরে। প্রথমে হলুদ কার্ড দেখালেও রিপ্লে দেখে লাল কার্ড দেখিয়ে ওয়েলস গোলরক্ষককে মাঠ ছাড়া করেন রেফারি। আর এতেই যেন জোড়া গোল হজম করতে হয় ওয়েলসের।
যোগ করা সময়ে ইরানের জোড়া গোলের দুই নায়ক রৌজবেহ চেশমি ও রামিন রেজায়াইন।
২ ম্যাচ শেষে ওয়েলসের পয়েন্ট ১। আর ইরানের পয়েন্ট ৩। এই গ্রুপের বাকি দুই দল যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড আজ রাত ১ টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।