চলতি বছর দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। এতে শিশু-বৃদ্ধসহ অসুস্থ হয়ে পড়ছেন সববয়সী মানুষ। আজকের আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
চলতি মৌসুমে আজ রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা। এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, মোংলায় ৪১ দশমিক সাত; ঈশ্বরদীতে ৪১ দশমিক ছয়; খুলনায় ৪১ দশমিক দুই; আরিচা, ফরিদপুর ও গোপালগঞ্জে ৪০ দশমিক আট; সাতক্ষীরায় ৪০ দশমিক তিন ও টাঙ্গাইলে ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক নয় পর্যন্ত মাঝারী, ৪০ থেকে ৪১ দশমিক নয় ডিগ্রি পর্যন্ত তীব্র ও ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে অতি তীব্র তাপপ্রবাহ বিবেচনা করা হয়।