চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পর অধিনায়ক হিসেবে দায়িত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের ওয়েবসাইটের দাবি অনুযায়ী ক্রিকেটের সব ফরম্যাটেই অধিনায়ক থেকে সরে যাবেন টাইগার অধিনায়ক।
বেশ কয়েকদিন ধরেই ব্যাট হাতে ধুকছেন
শান্ত৷ গত বছরই তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে তাকে নিযুক্ত করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নিয়মিত অধিনায়ক সাকিবের ইঞ্জুরির কারণে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন শান্ত। পাশাপাশি সাকিবের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সফরে খণ্ডকালীন অধিনায়কের দায়িত্ব পালন করেন শান্ত।
চলতি বছর ফেব্রুয়ারিতে শান্তকে এক বছরের জন্য সব ফরম্যাটের মূল অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছিল বিসিবি এবং ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বলেই ধারণা করা হয়েছিল। সেই প্রত্যাশা বোধহয় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের পূরণ করবেন না শান্ত।
ইতিমধ্যেই তার পদ থেকে সরে যাওয়ার বিষয়ে বোর্ডকে জানিয়েছেন এবং বোর্ড সভাপতি ফারুক আহমেদের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন টাইগার এই ব্যাটসম্যান।
ক্রিকবাজের তথ্যও নিশ্চিত করেছে শান্ত। ক্রিকবাজকে নিজের সিদ্ধান্তের কথা স্বীকার করে তিনি বলেন, “আসুন দেখি কি হয় কারণ আমি এখনও সভাপতির কাছ থেকে এটি শোনার জন্য অপেক্ষা করছি।”
যদি শান্ত অধিনায়ক থেকে সরে দাঁড়ায় তবে শূন্য পদে কে যেতে পারেন তা নিয়েও কথা বলেছেন বিসিবির এক কর্মকর্তা। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের জন্য অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজই রয়েছেন তালিকায়। আর টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিতে পারেন তাওহীদ হৃদয়।