মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অনির্বাচিতদের হাতে দেশ নিরাপদ নয়: বিএনপি নেতা খোকন

মাজহারুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, অনির্বাচিত ব্যক্তিদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। কারণ তাদের কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা নেই। নির্বাচিতদেরই জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, জবাবদিহিতা থাকে। তাই দেশের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই আসা উচিত—এটাই সব রাজনৈতিক দল ও গোটা বিশ্ব প্রত্যাশা করে।

শনিবার (৭ জুন) সকালে নরসিংদী শহরের গাবতলী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে খায়রুল কবির খোকন বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে। কিন্তু এর আগেই জাপানে গিয়ে তিনি বলেছিলেন, একটি দল শুধু নির্বাচন চায়। এটি সঠিক নয়। দেশের একশরও বেশি রাজনৈতিক দল এবং জনগণ নির্বাচন চায়। গণতান্ত্রিক বিশ্বের সব দেশই তা চায়। এখন কেবল একটি দলই নির্বাচন চায় না।’

খোকন আরও বলেন, ‘আমরা মনে করি, ওই দলকে খুশি করার জন্য প্রধান উপদেষ্টা হয়তো তাদের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন। এজন্যই নির্বাচন বিলম্বিত হচ্ছে, অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এসব এখন আর দেশের মানুষের বুঝতে বাকি নেই। আমরা দাবি করছি, এই সরকার যেন আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট দিন, তারিখ ও রোডম্যাপ ঘোষণা করে।’

এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা।

নরসিংদীর বিভিন্ন ঈদগাহে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল সাড়ে ৮টায় গাবতলী ঈদগাহ ময়দানে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।ঈদ জামাতে ইমামতি করেন গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য সচিব সৈয়দ ওসামা জাফরি।

এছাড়া জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়। সেখানে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীসহ সরকারি কর্মকর্তারা অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান। তিনি...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই জাইদুল ও বাবা তরিকুল ১৫ দিন জেল খেটেছেন। স্বামী মমিন...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় মামলা ও গ্রেপ্তার আতংর্কে প্রায়...

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি।অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি...

সম্পর্কিত নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা,...