ভারতে আয়োজিত ২০২৫ সালের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় এক অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছেন মিস ইংল্যান্ড মিলা ম্যাগি। প্রতিযোগিতা শুরুর আগেই তিনি এর থেকে সরে দাঁড়িয়েছেন এবং আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। মিস ওয়ার্ল্ডের ৭৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রতিযোগী নিজ উদ্যোগে এমনভাবে সরে দাঁড়ালেন।
মিলা ম্যাগি অভিযোগ করেন, এই আন্তর্জাতিক প্রতিযোগিতা শুধু সৌন্দর্য বিচার নয়, বরং নারীদের শোষণের এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন,নিজেকে যৌনকর্মীর মতো মনে হচ্ছিল। আমাদের যেভাবে সাজিয়ে, পোশাক বদল করিয়ে, সারাদিন মেকআপ করিয়ে ধনী পুরুষদের সামনে হাঁটানো হচ্ছে, তা একেবারেই অপমানজনক।
তিনি আরও বলেন, আমি এখানে এসেছি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বার্তা দিতে, কারও বিনোদনের পণ্য হয়ে উঠতে নয়। কিন্তু এখানে যে অভিজ্ঞতা হলো, তাতে নিজেকে যেন এক পুতুল মনে হলো, যাকে নাচিয়ে আনন্দ নেওয়া হয়।
মিলার মতে, প্রতিযোগীদের প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্লান্তিকর রুটিনের মধ্যে রাখা হয়। ঘণ্টার পর ঘণ্টা মেকআপ, পোশাক পরিবর্তন এবং ‘পারফর্মেন্স’ দিতে বাধ্য করা হচ্ছে। এতে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন অনেকেই।