মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় সরকারকে সাধুবাদ জানালেন মির্জা ফখরুল

-বিজ্ঞাপণ-spot_img

অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ডেভিল তো একমাত্র ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতোদিনে পরে একটা বোধদয় হয়েছে, সেজন্য তাদেরকে (অন্তর্বর্তীকালীন সরকার) ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা (শেখ হাসিনা) সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, হাসিনা ষড়যন্ত্র করছেন। তার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আজকে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। আজকে আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে, আমাদেরকে ধীরে ধীরে এগুতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আরেক অন্ধকারের দিকে যাওয়া যায় না, তাকে আলো দিয়ে অন্ধকার দূর করতে হয়। সেই আলোকবর্তিকা নিয়ে আমাদের সামনের দিকে এগুতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, এজন্য আমি সকলের কাছে আহ্বান জানাতে চাই, সকলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ অব্যাহত রাখতে হবে।
যুক্তরাষ্ট্রে তাদের সফর সফল হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ম্যাডাম (বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া) লন্ডনে আছেন, তিনি ভালো আছেন, তার ট্রিটমেন্ট চলছে।

এর আগে, বিকাল ৫ টায় অ্যামিরাইট এয়ারলাইন্সে ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরেন।

গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে তারা ওয়াশিংটন যান। পরদিন লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তার বাবার প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটন পৌঁছান।

গত ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এর এই অনুষ্ঠান হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজে। গত ১১ জানুয়ারি তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানায়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পাকিস্তান সেনাপ্রধানকে বিন লাদেনের সঙ্গে তুলনা পেন্টাগন কর্মকর্তার

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণবিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। তাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন তিনি।মঙ্গলবার...

পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন চায় ৭১ শতাংশ মানুষ

জাতীয় সংসদ কাঠামোয় বড় পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন দেশের অধিকাংশ নাগরিক। জরিপ অনুযায়ী, ৭১ শতাংশ মানুষ আনুপাতিক বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত...

সারজিসের বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে। সামাজিকমাধ্যমে তার...

মাইলস্টোন ট্রাজেডি: হতাহতদের পরিবারকে দেওয়া হচ্ছে হুমকি-ধমকি, নেই ক্ষতিপূরণের আশ্বাস!

রাজধানীর মাইলস্টোন স্কুলে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর একটি ঘটেছিল। প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারায় শিক্ষকসহ ৩৬ জন মানুষ। যাদের অধিকাংশই ছিল শিশু...

সম্পর্কিত নিউজ

পাকিস্তান সেনাপ্রধানকে বিন লাদেনের সঙ্গে তুলনা পেন্টাগন কর্মকর্তার

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণবিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা...

পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন চায় ৭১ শতাংশ মানুষ

জাতীয় সংসদ কাঠামোয় বড় পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন দেশের অধিকাংশ নাগরিক। জরিপ অনুযায়ী, ৭১...

সারজিসের বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক...