সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার সময় চূড়ান্ত হয়েছে। আগামী বছরের মার্চে ফিনালিসিমার সময় নির্ধারিত হওয়ার কথা জানিয়েছেন দুই দেশের সংবাদমাধ্যম ‘এএস’ ও ‘টিওয়াইসি স্পোর্টস’।
মহাদেশীও শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গতবছর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। অপরদিকে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা তুলে নেয় স্পেন। আর তখনই দুই দলের ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার সূচি নির্ধারিত হয়ে যায়। কিন্তু আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের লাগাতার ব্যস্ত সূচির কারণে রোমাঞ্চকর ম্যাচটির সময় নির্ধারণে বেগ পেতে হয় দেশ দুটির ফেডারেশনকে।
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং স্প্যানিশ ফুটবলের (আরএফইএফ) প্রধান রাফায়েল লুজান সম্মত হয়েছেন যে, ২০২৬ সালের ১৭–২৫ মার্চের মধ্যে দুটি দেশ মুখোমুখি হবে। এর কয়েক মাস পরই আবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। যদিও আর্জেন্টিনা ইতোমধ্যে লাতিন অঞ্চল থেকে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেলেও, এখনও বাছাইপর্ব শেষ হয়নি স্পেনসহ ইউরোপীয় দেশগুলোর।
এদিকে, স্প্যানিশ সংবাদমাধ্যম এএস–এর তথ্যমতে, ফিনালিসিমার দ্বিতীয় সংস্করণে ইউরোপ ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা ২০২৬ সালে মার্চের শেষদিকে পরস্পরের মোকাবিলা করবে। এই সূচি (তারিখ ও সময়) চূড়ান্ত হবে বিশ্বকাপ প্লে-অফের জন্য নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর মাঝেই। মহাদেশীয় (ইউরোপ) ও আন্তর্জাতিক দুই সংস্থা উয়েফা, ফিফার পাশাপাশি এএফএ এবং আরএফইএফও ফিনালিসিমার এই প্রত্যাবর্তনটা সফলভাবে আয়োজনে আগ্রহী। ব্যস্ত সূচির মাঝেও আর্জেন্টিনা-স্পেনের লড়াই যথাযথ মর্যাদা ও রোমাঞ্চ ধরে রাখবে বলেই প্রত্যাশা তাদের।