শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার পদত্যাগপত্রে সই করেছেন। ডেইলি মিররের দেয়া বর্ণনা অনুযায়ী, গতকাল মঙ্গলবারই তিনি পদত্যাগপত্রে সাক্ষর করেন, যদিও বুধবার জমা দেওয়া হবে। এছাড়া তার ওই পদত্যাগপত্রে ১৩ জুলাই তারিখ উল্লেখ করা হয়েছে।
শ্রীলংকা পার্লামেন্টের স্পিকার এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
জানা গেছে, প্রেসিডেন্টের পদত্যাগপত্রে সই করা হয়েছে এবং তা এক সিনিয়র সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সেটি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করা হবে।
স্পিকার মহিন্দা ইয়াবা আবেবর্ধনেকে পদত্যাগপত্রটির বিষয় অবগত করা হয়েছে। তিনি। আজ বুধবারেই গোতাবায়ার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
এদিকে গতকাল থেকেই জল্পনা চলছে যে, প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে ইতিমধ্যেই গত বিকেলে দ্বীপ ছেড়ে চলে গেছেন। যদিও এই প্রতিবেদনগুলি রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্র প্রত্যাখ্যান করেছে। ডেইলি মিররকে গোতবায়ার একাধিল কাছের নিশ্চিত করেছে, পদত্যাগ করা প্রেসিডেন্ট রাজাপাকসে এখনও দেশেই ছিলেন এবং সশস্ত্র বাহিনী দ্বারা সুরক্ষিত অবস্থায় দিন পার করছেন তিনি। তবে তিনি ঠিক কোথায় আছেন তা অজানা।