মুশফিকুর রহিমের পর এবার অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। আর তাতে ইতি ঘটছে তার ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের।
বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।
বিদায়ীবার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়।
শান্তি……….. আলহামদুলিল্লাহ। ’
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার। গত বুধবার ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম।
উল্লেখ্য, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ।
তিনি খেলে যাচ্ছিলেন শুধু ওয়ানডে। এবার আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ থেকেই অবসর নিলেন তিনি।