জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সাবেক নেতাদের নিয়ে নতুন করে আলোচনায় আসছে সদ্য নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপি। জানা গিয়েছে, পুনর্গঠনের তাগিদে বিএনপি থেকে বিভিন্ন সময়ে ছিটকে যাওয়া নেতাদের একত্র করতে উদ্যোগ নিচ্ছে তারা।
আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বিএনপির সাবেক নেতা প্রয়াত নাজমুল হুদার প্রতিষ্ঠিত দলটির প্রথম কাউন্সিল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ কাউন্সিলরের মাধ্যমে তৃণমূল বিএনপিতে আসছে নতুন নেতৃত্ব।
জানা গেছে, বিএনপির সাবেক, বহিষ্কৃত ও নিষ্ক্রিয় একঝাঁক নেতা এই কাউন্সিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন তৃণমূল বিএনপিতে। তাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য (বহিষ্কৃত) অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। শীর্ষ দুই পদে এ দুই নেতা থাকছেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।
এ ছাড়াও পর্যায়ক্রমে বিএনপি থেকে বিভিন্ন সময় বাদ পড়া এবং নিজ থেকে ছেড়ে দেয়া নেতারাও যোগ দেবেন। বহিষ্কৃত বিএনপি নেতা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ-সদস্য উকিল আবদুস সাত্তার আছেন এমন তালিকায়।
তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শমসের মুবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার তাদের দলে যোগ দিচ্ছেন। তারা ভালো পদে থাকতে পারেন।
গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। এর তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি মারা যান তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন নাজমুল হুদার বড় মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা। দলটির নির্বাচনি প্রতীক ‘সোনালী আঁশ’।