দরজায় কড়া নাড়ছে আইসিসি অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বিশ্বকাপের আগে ফর্মখরায় আছে বাংলাদেশ। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে, দুই ম্যাচেই শেষ করেছে এশিয়া কাপ যাত্রা। বিশ্বকাপের ড্রেস রিহার্সেলে বলতে গেলে পুরোই হতাশ বাংলাদেশ।
সব মিলিয়ে অস্ট্রেরিয়া বিশ্বকাপেও ভালো কিছুর প্রত্যাশা নেই সমর্থকদের। কিন্তু টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন শোনালেন অন্যরকম স্বপ্নের কথা। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, আমি পজিটিভ থাকার চেষ্টা করি। পজিটিভ মানুষ আমি। আমি জিততে চাই। আমি মনে করি যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি।’
বুধবার দুপুরে মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ আমারা এখান থেকে আমরা যত তাড়াতাড়ি উপরে উঠতে পারি। সেটা যত তাড়াতাড়ি পারি, উপরে উঠবো অবশ্যই আমরা, শক্তিশালী একটা দল হবো। হয়তো সময় নেবে। আমাদের সবাইকে সেটা ধৈর্য ধরতে হবে। মেনে নিতে হবে অনেক কিছু। আমরা হারবো হয়তো এর মধ্যে, এর মধ্যে জিতবো।’
তিনি বলেন,‘ সব থেকে বড় জিনিস হবে উন্নয়ন করছি কী না এই ফরম্যাটে, উন্নতি হচ্ছে কি না, ভালো ক্রিকেট খেলতে পারছি না। যেটা আমরা চাই ছেলেদের মাথায় ছড়িয়ে দিতে আক্রমণাত্মক ও ফ্রিডম নিয়ে খেলতে চাই। অনেকে হয়তো তাচ্ছিল্য করে। আসলে এই ফরম্যাটে দুরকম হবে না। আপনি ফ্রিডমও দেবেন, আবার বলবেন কেন তুমি আউট হলা। প্রথম বলে আউট হতেই পারে। আমাদের এটা মেনে নিতে হবে।’
বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে বলেন,‘ হয়তো বিশ্বকাপে এক-দুইটা ম্যাচেও জিততে পারবো না। তবে আমি মনে করি আমরা যদি ম্যাচ জিতি তাহলে খুব ভাগ্যবান। জিতবো দুই তিনটা ম্যাচ। আমাদের এখন এমন একটা অবস্থা, বলতে পারছি না…আত্মবিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমি খুব কনফিডেন্ট ছেলে সবসময়, আমি পজিটিভ থাকার চেষ্টা করি। পজিটিভ ছেলে আমিও। আমি জিততে চাই। আমি মনে করি যে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি।’