রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আইনশৃঙ্খলার শঙ্কায় গণমিছিল স্থগিত করল বাম সংগঠনগুলো

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

দেশের সামগ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

শনিবার (১৫ মার্চ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ বলেন, “আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদ মিনারে উপস্থিত হলেও সম্মিলিত সিদ্ধান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে আজকের গণমিছিল স্থগিত ঘোষণা করছি। তবে আমাদের লড়াই থামবে না। নারীদের নিরাপত্তা ও স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাব।”

বাম ঘরানার আটটি সংগঠন সারা দেশে হত্যা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শহীদ মিনার থেকে গণমিছিল করার ঘোষণা দিয়েছিল। তবে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন শহীদ মিনার থেকে তাদের সরে যাওয়ার আল্টিমেটাম দেয়। যদিও পুলিশি বাধায় ইনকিলাব মঞ্চ শহীদ মিনারে যেতে পারেনি, তবুও বিশৃঙ্খলার আশঙ্কায় বাম সংগঠনগুলো তাদের কর্মসূচি বাতিল করে।

সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ সাত দফা দাবি জানানো হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, “আমাদের কর্মসূচিকে ঘিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। গোয়েন্দা সংস্থাগুলো গতকাল থেকেই আমাদের কর্মসূচি সংক্ষিপ্ত করতে বলেছে। তবে মামলা বা হুমকি দিয়ে আমাদের দমন করা যাবে না।”

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেন, “জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর জনগণ আশা করেছিল শান্তি ফিরে আসবে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও উৎসাহিত করছে।”

সমাবেশে আছিয়া হত্যাসহ সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ন্যায়বিচারের দাবি জানানো হয়। এছাড়া মসজিদ, মন্দির ও মাজারে হামলার বিচার, শ্রমিক হত্যা ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও উঠে আসে।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ যুব ইউনিয়নসহ কয়েকটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনের আদেশ বহাল রাখা হয়েছে। রোববার...

ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস...

দুই গ্রুপে বিভক্ত ইবি ছাত্রদল, দিশেহারা কর্মীরা

দীর্ঘদিন ধরে অন্তঃকোন্দলে আবদ্ধ থাকলেও সম্প্রতি নিজেদের মাঝে দু’ভাগে বিভক্তি দেখা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। বিভিন্ন ইস্যুতে পারস্পরিক কোন্দল নিয়ে ক্যাম্পাসে দলীয়...

আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের ওপর রায় আজ রোববার ঘোষণা হতে পারে। বিচারপতি এ...

সম্পর্কিত নিউজ

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন...

ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১৬ মার্চ) সকাল...

দুই গ্রুপে বিভক্ত ইবি ছাত্রদল, দিশেহারা কর্মীরা

দীর্ঘদিন ধরে অন্তঃকোন্দলে আবদ্ধ থাকলেও সম্প্রতি নিজেদের মাঝে দু’ভাগে বিভক্তি দেখা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল...
Enable Notifications OK No thanks