বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির মধ্য দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে চায় দলটি। শনিবার (১৭ মে) চট্টগ্রাম নগরের কাজীর দেউরী এলাকায় বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
দুপুর সাড়ে ১২টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, “দীর্ঘদিন পর আমরা আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহের সুযোগ পেয়েছি। এটিকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে হবে।” তিনি মনে করিয়ে দেন, বিএনপির মতো বৃহৎ দলে যোগ দেওয়া গর্বের বিষয় এবং এটি যেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার পায়—সে দিকেও গুরুত্ব দিতে বলেন।
সদস্য সংগ্রহের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, “সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কিংবা আওয়ামী লীগের সক্রিয় কর্মীদের যেন দলে না আনা হয়।” তবে যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু বিএনপির বিরুদ্ধে অবস্থান নেননি—তাদের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন তিনি।
তিনি আরও বলেন, “গোপনে কাউকে সদস্য করা যাবে না। বিএনপিতে যোগ দিতে হলে তা প্রকাশ্যেই করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।