আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। আওয়ামী লীগকে নিজের দল দাবি করে তিনি ভোট চেয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর তীব্র সমালোচনা শুরু হয়েছে। জবাবে তিনি বলেছেন, সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে এ বক্তব্য দিয়েছেন তিনি।
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় মাইকে এ বক্তব্য দিয়েছেন তিনি। এর ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাফফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।
পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে এ অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে ওসি শ্যামল চন্দ্র এমপি আজাদকে মাটি-মানুষের নেতা ও নয়নের মণি বলে উল্লেখ করেন।
ওসি তাঁর বক্তব্যে বলেন, কুচক্রী মহল থেকে আপনারা সাবধান থাকবেন এবং সতর্ক দৃষ্টি রাখবেন। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচনে যেন আমরা পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করতে পারি।
এ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি জানান, তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন। সেই সুবাদে আওয়ামী লীগকে বিজয়ী করতে ভোট চেয়েছেন। এতে অসুবিধার কিছু নেই। আমি ব্যক্তিজীবনে আওয়ামী লীগ ঘেঁষা হলেও কর্মজীবনে অন্যয়ের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী।
তিনি বলেন, আমি পুলিশের লোক। সবার ঊর্ধ্বে আইনের প্রতি শ্রদ্ধাবোধ রেখে দায়িত্ব পালন করছি। কোনো প্রকার পক্ষপাতিত্বকে আমি প্রশ্রয় দিই না।
নেত্রকোনার কেন্দুয়া থানার বাসিন্দা ওসি শ্যামল। তিনি ২০০১ সালে এসআই পদে নিয়োগ পান।
গত বছরের জুলাইয়ে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন। দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী জানান, ওসি শ্যামলের এ বক্তব্যের বিষয়ে তিনি কিছু জানেন না।