ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে দশম বারের মতো নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এতে সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয় বারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের উপর ভিত্তি করে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করেছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
এ সময় আংশিক কমিটি ঘোষণা করেন।
এতে পুরনোদের সঙ্গে নতুন মুখেরও দেখা মিলেছে। এখন পর্যন্ত যাদের নাম জানা গেছে—
সভাপতিমণ্ডলীর সদস্য:
সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্ল্যাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শ্রী পীযূষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি।
যুগ্ম সাধারণ সম্পাদক:
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগের সবাই বহাল আছেন। তারা হলেন ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
কোষাধ্যক্ষ
কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।
সাংগঠনিক সম্পাদক
সাংগঠনিক সম্পাদক পদে আছেন আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নতুন পদ পেয়েছেন সুজিত রায় নন্দী। তিনি আগের কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাখাওয়াত হোসেন বাদ পড়ছেন।
সম্পাদকমণ্ডলী
অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উপদফতর সম্পাদক সায়েম খান। ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম। মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান। সংস্কৃতিবিষয়ক সম্পাদক শ্রী অসীম কুমার উকিল। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, শ্রম বিষয়ক সম্পাদক ও উপপ্রচারবিষয়ক সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়নি।
গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে পরামর্শ করে দলীয় সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্যদের মনোনয়ন দেবেন। এ কারণে আজ কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। তবে এসব ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হবে না বলেও দলীয় সূত্রে জানা গেছে।