আওয়ামী লীগের আগামীকালের সমাবেশের মঞ্চ তৈরির কার্যক্রম বন্ধ করে দিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, পুলিশ আমাদের মঞ্চ করতে দেয় না। মির্জা ফখরুল মিথ্যাচার করেছে। পুলিশ যখন অনুমতি দেবে তখনই কাজ করব। যখন বিএনপি ক্ষমতা ছিল তখন আমরা মিছিল করতে পারিনি।
এর আগে, আজ সকাল ৯টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরির কাজ শুরু করে হুমায়ুন ডেকোরেটর নামের একটি প্রতিষ্ঠান। বিএনপির মহাসমাবেশের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘোষিত শান্তি ও উন্নয়ন সমাবেশ সামনে রেখে এ মঞ্চ তৈরি কাজ শুরু করা হয়।
কিন্তু অনুমতি পাওয়ার আগেই মঞ্চ নির্মাণ করতে চাইলে বাধা দেয় পুলিশ। বিকেল সাড়ে ৩টার দিকে গুলিস্তান থানার আউটবক্সের ইনচার্জ ওবায়দুর রহমান অস্থায়ী মঞ্চের কাজ বন্ধ করে দেন।
সেখানে গিয়ে পুলিশ কর্মকর্তা ওবায়দুর রহমান মঞ্চ তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়ে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে।’
এদিকে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী বলেন, আগামীকালকের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ চাপে নেই। তবে জনগণ আগুনসন্ত্রাসের শঙ্কায় আছে। আগামীকাল সাম্প্রতিককালের সব থেকে বড় সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। ঢাকা ও আশপাশের জেলা থেকে দলের কর্মীরা আসবে। সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশ শুরু হবে। তবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুপুর আড়াইটায়।
তিনি বলেন, বিএনপির অশান্তির বিরুদ্ধে আগামীকাল শান্তির মাধ্যমে জবাব দেবে আওয়ামী লীগ। তবে সভা শেষে কর্মীদের সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক শক্তিদের নিয়ে অপকর্ম করার দুরভিসন্ধি আছে বিএনপির। এটি বাংলাদেশের আরেকটি মুক্তিযুদ্ধ, এই যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি।