বঙ্গবন্ধু অ্যাভিনিউতে উৎসবমুখর পরিবেশে চলছে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার আয়োজন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চৌধুরী।
রবিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ঘোষণা অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে নাইমুজ জামান ভুইয়া, পঞ্চগড়-২ আসনে নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনে রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনে মাজহারুল ইসলাম, দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী।
এ ছাড়াও দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার
দিনাজপুর-৬ শিবলী সাদিক
নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার
নীলফামারী-২ আসাদুজ্জামান নূর
নীলফামারী-৩ গোলাম মোস্তফা
নীলফামারী-৪ জাকির হোসেন বাবু
লালমনিরহাট-১ মোতাহার হোসেন
লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ
লালমনিরহাট-৩ মতিয়ার রহমান
রংপুর-১ রেজাউল করিম
রংপুর-২ আহসানুল হক চৌধুরী।
চাঁদপুর ১-সেলিম মাহমুদ
চাঁদপুর ২- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
চাঁদপুর ৩- দিপু মনি
চাঁদপুর ৪- শফিকুর রহমান
চাঁদপুর ৫- রফিকুল ইসলাম বীর উত্তম
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন পেয়েছেন মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) মনোনয়ন পেয়েছেন খদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মনোনয়ন পেয়েছেন মাহাফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন পেয়েছেন এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন পেয়েছেন ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে মনোনয়ন পেয়েছেন নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে মনোনয়ন পেয়েছেন মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন এম এ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মনোনয়ন পেয়েছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনে মনোনয়ন পেয়েছেন আবু রেজা মোহাম্মদ নদবি, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান।