মঞ্চের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের শুরুতে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এসময় নেতাকর্মীদের চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা যায়।
বুধবার (১২ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে মারামারির ঘটনাটি ঘটে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ সমর্থকদের মধ্যে এই মারামারি হয়
মারামারির এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা যায়। এসময় মঞ্চ থেকে সভায় বসে পড়ার জন্য নেতাকর্মীরা অনুরোধ করতে থাকেন। মাইক হাতে নিয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, “আমাদের মহানগরের নেতাকর্মীরা যারা সামনে আছেন, সবাই চেয়ারে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না।”
মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি বলেন, “এই তোমরা বসে পড়ো, কোন বিশৃঙ্খলা করা যাবে না।”
মঞ্চে উপস্থিত মহানগর আওয়ামী লীগের আরেক নেতা বলেন, “পৌনে দুইটার দিকে মহানগর দক্ষিণের মন্নাফি ভাইয়ের সমর্থকরা মঞ্চের সামনের চেয়ারে বসে যান। এসময় রুপগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজীর পক্ষে একটি মিছিল মঞ্চের সামনে চলে আসে, তখন সামনে বসাকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।”