রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

আওয়ামী লীগের সম্মেলন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:২০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এ সম্মেলন ঘিরে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার(১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বিএডিসি মাঠে সম্মেলন শুরুর পর দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন এবং ‍উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মঞ্চের দিকেও ছোঁড়া হয় ইটপাটকেল। 

সংঘর্ষের সময় মঞ্চে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, স্থানীয় সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ারসহ জেলা পর্যায়ের নেতারা।

এতে আহত হয়েছেন মোশাররফ মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী, জেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান সেন্টু, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি কুবাদ আলী, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপসহ অন্তত ১০ জন।

সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিকেল ৩টার দিকে আবারও সম্মেলন শুরু হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, সম্মেলন আবার শুরু হয়েছে। এ প্রসঙ্গে পরে বিস্তারিত কথা বলবো৷

spot_img

সর্বশেষ

আরও সংবাদ