ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিলের বিষয়ে বলেন, ‘বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায়। তাই খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা।’
এ সময় ২২তম জাতীয় সম্মেলন প্রস্তত কমিটি গঠনের নির্দেশ দেন শেখ হাসিনা। আগে দুদিনব্যাপী সম্মেলন হলেও এবার ব্যায় সংকোচনসহ নানা বিবেচনায় একদিনেই সম্মেলনের সব কাজ সম্পন্ন হবে।
২০১৯ সালের ডিসেম্বর মাসের ২০ ও ২১ তারিখ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন হয়। তিন বছরের কমিটির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর মাসে।
১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে আওয়ামী লীগের যাত্রা শুরু হয়। দেশের স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ এই দলটি। ঐতিহ্যবাহী এই দলটির বয়স ৬৯ বছর। এ পর্যন্ত আওয়ামী লীগের ২১টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।