নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ ভারতের সমর্থন না পেলে ক্ষমতায় থাকতে পারছে না। যদি ভারতের কোনো সমর্থন ছাড়াই শেখ হাসিনা সরকার থাকতে পারে, তাহলে কেন বলেছেন ভারত সরকারকে? বলেও প্রশ্ন তোলেন তিনি৷
শনিবার(২০ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত সরকারকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ নিয়ে দেওয়া বক্তব্য ইস্যুতে মাহমুদুর রহমান মান্না বলেন, উনি (পররাষ্ট্রমন্ত্রী) মনে করেন, শেখ হাসিনা সরকারকে এখন রাখার জন্য ভারতের সমর্থন ছাড়া উপায় নেই।
মান্না বলেন, আমেরিকাকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপিকে বোঝান যেন নির্বাচনে আসে। আমেরিকার কেন বোঝাতে হবে, আপনারা নিজেরা বোঝাতে পারেন না? তাঁরা নিজেরা তো বোঝাতে পারেন না।
আমেরিকাকে বোঝানো যায়, কারণ আমেরিকা তো ইভিএমে ভোট করে। কিন্তু আমেরিকার ইভিএমে ভোট হওয়ার পর একটি স্লিপ আসে যে কাকে ভোট দিয়েছেন। কিন্তু আমাদের দেশে সেটা নেই।
আমেরিকা সেটা তো বুঝবে না। তারা (আমেরিকা) বলবে, ইভিএমে ভোট হচ্ছে, কেন করে না (বিএনপি)। যাদের বোঝায়, তাদের দুর্বল জায়গা ধরার চেষ্টা করে। তার মানে আমেরিকাকে দুই নম্বর বুদ্ধিতে না বোঝালে, ভারতের সমর্থন না পেলে তারা ক্ষমতায় থাকতে পারছে না।
তিনি বলেন, এই সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে। এই সরকার আর বেশি দিন টিকতে পারবে না। এই সরকার যদি তার রিজার্ভ সমস্যার সমাধান করতে না পারে, জ্বালানি সমস্যার সমাধান না করতে পারে, জিনিসপত্রের দাম না কমাতে পারে, তাহলে আজ অথবা কাল যেতে তো হবে। নিজে থেকে যেতে হবে।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা রাস্তায় আন্দোলন যদি নাও করি, মাফ চাইতে হবে যে আমি দেশ চালাতে পারছি না। এ রকম জায়গায় যাচ্ছে। এত বড় সংকটে বাংলাদেশ গত ৫২ বছরে একবারও পড়েনি। রাস্তায় একজন মানুষ পাবেন না, যে আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলে।
দলটির সাংগঠনিক সম্পাদক এস এম এ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য মোমিনুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন নাগরিক ঐক্যে যোগদান করা শিক্ষক মো. আবু তাহের, প্রকৌশলী হারুন অর রশিদ, ব্যবসায়ী জাকির হোসেন, আইনজীবী মো. আনোয়ার হোসেন, আইনজীবী জাকির হোসেন, প্রকৌশলী ফিরোজ হাসান ও প্রকৌশলী ইমরান হাসান।