ববি প্রতিনিধি: উগ্র ভারতীয়দের কর্তৃক আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি ভিসি ভবন থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘দিল্লী না ঢাকা, গোলামী না রাজপথ, ভারতের আগ্রাসন ভেঙে দাও; গুড়িয়ে দাও, আগরতলায় হামলা কেন, দিল্লী তুই জবাব দে’ প্রভৃতি স্লোগান দেন।
মিছিল শেষে শিক্ষার্থীরা গ্রাউন্ড ফ্লোরে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় তারা আজ ত্রিপুরায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার নিন্দা জানান। বাংলাদেশে ভারতীয় কর্তৃত্ববাদের বিরোধিতা করেন।
দর্শন বিভাগের শিক্ষার্থী নাসিম বিল্লাহ বলেন, বাংলাদেশ স্বাধীন একটি দেশ। ১৯৭১ সালে আমরা রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছি। আমাদের এই স্বাধীন দেশের সার্বভৌমত্বে যারা হস্তক্ষেপ করবে আমরা তাদেরকে কোন দিন ছাড় দিবোনা। ভারত আমাদের সব সময় ব্যবহার করেছে, তারা আমাদের প্রকৃত বন্ধু কখনোই হতে পারেনা।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, চাইলেই কোনো দেশ আমাদের দেশকে গ্রাস করতে পারবে না কারণ আমাদের দেশে এখনো একঝাক সচেতন তরুন সমাজ জাগ্রত আছে। আমরা ছাত্রসমাজ কারো কাছে মাথা নত করিনা। আমরা সাড়ে ১৫ বছরের ফ্যাসিজমকে বিদায় করেছি। আমরা আপোষ জানিনা, আমরা সংগ্রাম করতে জানি।