আগামীকাল শনিবার ময়মনসিংহ সিটি করপোরেশন এবং কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৯ মার্চ) এ ভোটকে ঘিরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। দুই সিটিতেই ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত।
ইভিএমসহ ভোটের সরঞ্জাম বুঝে নিতে আজ সকালেই কুমিল্লা জেলা স্কুল মাঠে উপস্থিত হন প্রিজাইডিং কর্মকর্তারা। কুমিল্লা সিটির এ উপনির্বাচনে ভোট কেন্দ্র ১০৫টি।
এতে মেয়র পদে লড়ছেন ৪ জন। ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোটগ্রহণ সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
আর ময়মনসিংহে ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে সার্কিট হাউজ মাঠ থেকে। সিটি নির্বাচনে ১২৮টি কেন্দ্রে ভোট নেয়া হবে। মেয়র পদে লড়ছেন ৫ জন। ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন।