আগামী নির্বাচন অত সহজ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যে কারণে সংসদ নেতা দল গোছাতে বলেছেন এমপিদের।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
এদিন রাত ৮ টায় রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দল বৈঠকে বসে। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ সময় সাংবাদিকরা জানতে চাইলে– বৈঠকে দলীয় কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না– জবাবে তিনি বলেন, তিনি (শেখ হাসিনা) সংসদ সদস্যদের বলেছেন গণসংযোগ করতে, ঘরে ঘরে যেতে এবং যার যার এলাকায় দল গোছাতে, অন্তঃকলহ বন্ধ করতে এবং তিনি বলেছেন যে, আগামী নির্বাচন অত সহজ হবে না।
ওবায়দুল কাদের বলেন, প্রত্যেককে তার নির্বাচনী এলাকায় দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সাম্প্রদায়িক শক্তি আজকে দেশে আন্দোলনের নামে…সারা বাংলাদেশে সন্ত্রাসের যে আলামত আমরা পাচ্ছি, আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত চলছে; সরকার হটানোর চক্রান্ত এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। সামনে কঠিন চ্যালেঞ্জ।