শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

আচমকা চায়ের দোকানে ঢুকে পড়লো লরি, নিহত ২

১৮ জানুয়ারি, ২০২৫

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়েছে জ্বালানি তেলবাহী লরি। এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

শনিবার (১১ মে) ভোর ৫টা ২০ মিনিটের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার কাউগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন– দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আজির হোসেনের ছেলে আজাহার আলী (৬০)।

অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ফুলবাড়ী উপজেলা থেকে একটি জ্বালানি তেলবাহী লরি দিনাজপুরে আসছিল। কাউগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

লরি চালক রাজু খন্দকার (২৯) এবং হেলপার সোহাগকে (১৯) আটক করেছে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি ফরিদ হোসেন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ