মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

আত্মগোপনে আওয়ামী সমর্থক ইউপি চেয়ারম্যান, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

চাঁপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

তৃণমূল পর্যায়ের জনগণের সেবা নিশ্চিত করে জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ (ইউপি)। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব হলো স্থানীয় সেবা প্রদান যেমন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতা বিতরণ। এ ছাড়া, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২ নং চরবাগডাঙা ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে এই কার্যক্রমগুলো স্থবির হয়ে পড়েছে। ফলে তৃণমূলের জনগণ বিভিন্ন সরকারি সেবা থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছে। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতন এবং ক্ষমতার পালাবদলের পর থেকে চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শাহিদ রানা টিপু অনুপস্থিত।

উল্লেখ্য, গত ১২ই জানুয়ারি সন্ধ্যায় আব্দুল হাকিম পিন্টুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ২৩ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৪ জানুয়ারি চরবাগডাঙা

ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপু, সদর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আশরাফ মাস্টার, চরবাগডাঙা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহারুল ইসলাম কালুসহ কয়েকজনকে আসামী করে নিহত পিন্টুর বাবা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মূলত সেই সময় থেকেই আওয়ামীলীগ নেতা সাহিদ রানা টিপু আত্মগোপনে।

রোববার (২৭ এপ্রিল ) বেলা ১২ টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে গিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীদের জটলা দেখা যায়। জন্মসনদ, ওয়ারিশান সনদ, পরিচয়পত্র, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রয়োজনে পরিষদে আসেন তারা। কিন্তু চেয়ারম্যান না থাকায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে এসব সেবা গ্রহীতাদের। বিগত কয়েক মাস থেকে ইউনিয়ন পরিষদে উপস্থিত না থাকলেও ২৭ এপ্রিল ২০২৫ রবিবার শাহিদ রানা টিপুর সীল এবং সাক্ষরিত কয়েকটি জন্ম নিবন্ধন কার্ড দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হারুনুর রশিদ বলেন, চরবাগডাঙা ইউনিয়নের চেয়ারম্যান প্রায় পাঁচ মাস থেকে আত্মগোপনে, ওই ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন । চাঁপাইনবাবগঞ্জের মাদকের গডফাদার ও আওয়ামীলীগ নেতা শাহিদ রানা টিপু চার্জশিটভুক্ত আসামি হওয়ার পরেও পুলিশ প্রশাসন কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।

এবিষয়ে চরবাগডাঙা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডের মহিলা সদস্য শিল্পী বেগম বলেন, ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর থেকেই সাহিদ রানা টিপু চেয়ারম্যান পলাতক রয়েছে, তার কারণে আমরা জনগণের প্রত্যাশিত সেবা দিতে পারছি না। এছাড়াও ভিজিএফ চাল ঈদের আগে বিতরণ করার কথা থাকলেও তা এখনো আমরা জনগণকে দিতে পারিনি।

চরবাগডাঙ্গা ইউনিয়নের মো. দুরুল হুদা জানান, আমরা গরীব মানুষ গত রমজান ঈদের ঈদ বোনাস চাল এসেছে কিন্তু আমরা এখনো তা পাইনি, চেয়ারম্যান ৪/৫ মাস থেকে নাই।

এছাড়াও চরবাগডাঙা ইউনিয়নের শ্রী দুলাল বলেন, চেয়ারম্যান না থাকার কারণে ইউনিয়ন পরিষদে কোনো মালামাল বিতরণ করা হয় না, আমাদের প্রয়োজনের সময় তাকে পাচ্ছি না, টিপু চেয়ারম্যানের ৩/৪ টা হত্যা মামলার আসামী হওয়ার কারণে পালিয়ে আছে।বাংলাদেশের বর্তমান আইনে (বিশেষ করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ ধরা অনুযায়ী) একজন ইউপি চেয়ারম্যান যদি ৯০ (নব্বই) দিন বা তার বেশি সময় একটানা অনুপস্থিত থাকেন এবং যথাযথ কারণ দেখাতে ব্যর্থ হন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (যেমন জেলা প্রশাসক) পদ শূন্য ঘোষণা করতে পারেন।

এই আইনে আরো বলা আছে, যদি চেয়ারম্যানের পদ শূন্য হয়, অসুস্থ হন, বরখাস্ত হন অথবা অন্য কোনো কারণে দায়িত্ব পালন করতে না পারেন,তখন প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। কিন্তু অজ্ঞাত কারণে প্যানেল চেয়ারম্যান প্রাপ্য প্রার্থীকে দেওয়া হয়নি।

এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন বলেন, আমরা অনেক দিক থেকে অভিযোগ পেয়েছি যে চরবাগডাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেশ কিছু দিন যাবত অনুপস্থিত, খুব শীগ্রই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩ টার দিকে নাচোল উপজেলার কেন্দুয়া গ্রামের আমচাষি রফিকুল ইসলামের...

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগের ঘোষণা

ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ান নেতানিয়াহুর সঙ্গে কয়েক সপ্তাহ ধরে মতবিরোধ ও দ্বন্দ্বের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন...

চাঁদাবাজির খবর প্রকাশের জেরে ফেনীতে সাংবাদিককে ছাত্রদল নেতার হত্যার হুমকি

দৈনিক ফেনীর সময়–এর চীফ রিপোর্টার আরিফ আজমকে হত্যার হুমকি দিয়েছেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান। সোমবার দৈনিক ফেনীর...

গাজীপুরে বলাৎকারের অভিযোগ তুলে ইমামকে গণধোলাই, কারাগারে মৃত্যু

গাজীপুরে বলাৎকারের অভিযোগ তুলে ইমামকে গণধোলাই, কারাগারে মৃত্যুগাজীপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে গণধোলাইয়ের পর গ্রেফতার এক ইমামের কারাগারে মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত...

সম্পর্কিত নিউজ

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৮ এপ্রিল) বিকেল...

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগের ঘোষণা

ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ান নেতানিয়াহুর সঙ্গে কয়েক সপ্তাহ ধরে মতবিরোধ ও...

চাঁদাবাজির খবর প্রকাশের জেরে ফেনীতে সাংবাদিককে ছাত্রদল নেতার হত্যার হুমকি

দৈনিক ফেনীর সময়–এর চীফ রিপোর্টার আরিফ আজমকে হত্যার হুমকি দিয়েছেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক...