শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলের হামলায় আহত ৬ ছাত্রলীগকর্মী

১৮ জানুয়ারি, ২০২৫

বরিশালে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগের দুজনকে কুপিয়ে জখম ও চারজনকে পিটিয়ে আহত করেছেন ছাত্রদলের কর্মীরা। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১১টায় নগরীর বগুড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ছাত্রদলকর্মী নাজিম মাহমুদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন— ছাত্রলীগের কর্মী এইচএম রিশাদ মাহমুদ, মারুফ, সোহান, অনিক, খালিদ, এভ্রিল।

ছাত্রলীগের আহত কর্মীদের অভিযোগ—  দীর্ঘদিন ধরেই কলেজ ছাত্রলীগের কার্যক্রমে বাধা দিয়ে আসছিলেন সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু। বরিশাল কলেজের কোনো শিক্ষার্থী ছাত্রলীগের কর্মসূচিতে এলে তাদের ভয়ভীতি দেখানো নিয়ে বিরোধ বাধে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে।  বৃহস্পতিবার রাতের দিকে এরই জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে ও চারজনকে পিটিয়ে গুরুতর আহত করে ।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলেই জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

নগরীর বগুড়া রোডের বরিশাল কলেজ এলাকায় ঘটনার পর থেকেই অস্থিরতা বিরাজ করছে। শঙ্কায় আছেন স্থানীয়রা। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ হামলাকারীদের একজনকে রামদাসহ আটক করেছে। বাকিদের আটকে অভিযান চলমান রয়েছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ