কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারের লড়াইয়ে দুইপক্ষের গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
বুধবার(১৫ জুন) রাত ১২টায় উপজেলার কুতুপালং ২ নম্বর ইস্ট ক্যাম্প এবং ক্যাম্প-৬ এর মাঝামাঝি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত সেই রোহিঙ্গা যুবকের নাম সলিমুল্লাহ (৩০) কুতুপালং ২ নম্বর ইস্ট ক্যাম্পের বি-৩/২ ব্লকের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে।
সংঘর্ষে নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক
পুলিশ সুপার নাইমুল হক বলেন, বালু মাঠ আর নৌকার মাঠের মাঝামাঝি স্থানে গোলাগুলির সময় সলিমুল্লাহর গায়ে গুলি লাগে। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে সে মারা যায়।
তিনি জানান,পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে কারা এর সঙ্গে জড়িত তা জানাতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
এ নিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এপিবিএন বিষয়টি জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।